সারা বিশ্বে প্রতিনিয়ত মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বহু মানুষ। ভারতেও দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু এদিকে ভারতে করোনায় কতজন মারা গিয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত তথ্যগোপন করছে।
ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছেন, যখন আপনি সংখ্যা নিয়ে কথা বলেন, আপনি জানেনও না চীনে করোনায় কতজন মারা গিয়েছে। কতজন মারা গিয়েছে রাশিয়ায়, ভারতে।
এদিকে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮০,৪৭২ জন। মারা গিয়েছেন ১,১৭৫ জন। মোট আক্রান্ত এখন ৬২,২৫,৭৬৪ জন। সুস্থ হয়েছেন ৫১,৮৭,৮২৬ জন। মোট মৃত ৯৭,৪৯৭। করোনায় সংক্রমিত হয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি ভালোই আছেন বলে জানা গিয়েছে।