ভারতে মধ্যপ্রদেশের রাজগড়ের পিপলোড়িতে রবিবার রাত ৮টার দিকে ট্রাক্টর উল্টে চার শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সবাই। পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে উলটে যায় ট্রাক্টরটি। সম্ভবত ওই ট্রাক্টরটিতে ৩০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। অনুমান করা হচ্ছে, এত যাত্রী থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। সেই কারণেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। যদিও আহত এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ ছাড়া ট্রাক্টরে যাত্রী পরিবহণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিলেন। সেই কারণে ঘটেছে এ দুর্ঘটনা।
এদিকে আহত ব্যক্তিদের ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তা হওয়ার সম্ভাবনা এখন আর নেই। আহতদের অনেকেই বুকে ও মাথায় গুরুতর চোট পেলেও এখন বিপদমুক্ত অনেকেই। এরই মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছেন, মধ্য প্রদেশের রাজগড় জেলায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। আমি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
এদিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সুত্রঃ এনডিটিভি, ইন্ডিয়া টুডে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৫ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি