ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত দুই কূটনীতিককে বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার। তারা হলেন- নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের শাবান মাহমুদ এবং কলকাতার দূতাবাসের রঞ্জন সেন। রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে সময়ের আগেই তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দেশে ফিরতে বলা হয়েছে। জানা গেছে, গত ১৭ অগস্ট ঐ দুই কূটনীতিককে অব্যাহতির নির্দেশিকা জারি করে সরকার।
এদিকে ড. মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হলো। যদিও কেন এই পদক্ষেপ, সেই কারণ স্পষ্ট করা হয়নি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। মনে করা হয়েছিল, সাময়িকভাবে ভারতে আশ্রয় নিচ্ছেন হাসিনা। তার লন্ডনে চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্রে। কিন্তু ব্রিটেন থেকে সবুজ সংকেত মেলেনি। পরে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জানান, আরো কিছু দিন ভারতেই থাকবেন তার মা। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে সময় দিচ্ছে নয়াদিল্লি। আপাতত তিনি নয়াদিল্লিই কোনো গোপন আশ্রয়ে রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ফলে তিনি ভারতে কতদিন নিরাপদে থাকতে পারবেন, তা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি