গত কয়েক দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চলে। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দিল্লি এবং রাজস্থানে টানা বৃষ্টির কারণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার ৯ জুলাই আনন্দবাজার আবহাওয়া অফিস সূত্রে জানায়, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ৪০ বছরের রেকর্ড ভেঙেছে। বৃষ্টির কারণে দিল্লিতে বাড়ি ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করে আবহাওয়া অফিস।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও আবহাওয়া অফিস জানায়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। উত্তর ভারতের উপর একটি ঝড় অবস্থান করছে। সেই ঝড়ের কারণে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
রাজস্থানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার জনের। চিতোরগড় জেলায় গাছ পড়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। সাওয়াই মাধোপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ডুবে মৃত্যু হয়েছে আরও দু’জনের। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম রাজস্থানে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা পশ্চিমি ঝড় অবস্থান করবে। ফলে উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন