আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৩শে মার্চ) দিবাগত রাতে রাজ্যটির হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ এলাকায় ভইগুড়া এলাকার দুইতলা ভবনটিতে এ আগুনের ঘটনা ঘটে বলে জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র একটি প্রতিবেদনে।
পুলিশ জানায়, আগুন ছড়িয়ে পড়লে গুদামটিতে আটকা পড়েন বিহার থেকে কাজ করতে আসা ১২ শ্রমিক। ভবনটির দোতলা থেকে লাফ দিয়ে এক শ্রমিক আগুন থেকে রক্ষা পেলেও ১১ শ্রমিক প্রাণ হারান।
গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
সূত্র : এনডিটিভি।