ভারতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে দেশটিতে অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শনিবার ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দু’জন শ্রমিক, একজন রাজমিস্ত্রী ও একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে আরেক সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, রোববার দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের ১২ ঘণ্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।
এর আগে, অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে ও তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির সব স্কুলকে নির্দেশনা দেয় দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করা ছাড়াও দিল্লির প্রতিটি জোনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে এমসিডি। এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হলো তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি, ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি ‘ভালো বন্দিশালা’ তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি