বিনোদন ডেস্কঃ ভারতের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস’ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নায়করাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড-এ ভূষিত করেছে। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ সিনেমায় অভিনয় ও সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে তাকে।
গতকাল শনিবার (২১ মে) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত তথা কলকাতার বিনোদন জগতের অনেক তারাকারাও উপস্থিত ছিলেন সেখানে।
সম্মাননা পেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হোক-এটাই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন। তিনি আরো বলেন, একে তো কাজের স্বীকৃতি, পাশাপাশি যে মানুষটির নামে এই জীবনকীর্তি সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন এবং আমায় বলেছিলেন, এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস। এতটাই উনি আমাকে ভালোবাসতেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। এটা আমার ভাগ্য মনে করি।
উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক ২০১৭ সালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের বছরেই কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কর্মাস মহানায়কের নামে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডের প্রবর্তন করে। আর প্রথম বছর এ স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশের অভিনেতা আলমগীর।