ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চীনা বাহিনীর অনুপ্রবেশের নথি। মঙ্গলবার( ৪ আগস্ট) ওই নথি ওয়েবসাইটে তোলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই তা উধাও হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত নথি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করলেও এর দুই দিন পর পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভারতের সরকারি ওয়েবসাইটে ওই নথির শিরোনাম ছিল ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চীনা আগ্রাসন।’ তাতে বলা হয়েছিল, ২০২০ সালের ৫ মে থেকে পূর্ব লাদাখের গালওয়ানসহ এলএসি বরাবর চীনা সেনা হানা দেয়। ওই মাসের ১৭-১৮ তারিখে তারা কুংরং নালা, প্যাংগং লেকের উত্তর ধার ও গোগরায় এলএসি অতিক্রম করে।
সেই থেকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের দুই পক্ষেরই হতাহত হওয়া, কোর কমান্ডার পর্যায়ের বৈঠক, কূটনৈতিক আলোচনা, সেনা অপসারণ, সেনা সংখ্যা হ্রাসের প্রসঙ্গও ওয়েবসাইটে তোলা হয়েছিল। চীনের একতরফা অনুপ্রবেশের ফলে স্পর্শকাতরতার সৃষ্টি হওয়ার প্রসঙ্গও নথিতে ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই সেই নথি বা তথ্যাদি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে। লিংকটাও অকেজো হয়ে রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা জানায়, ওই কাজ তাঁরা করেননি।
গালওয়ান সংঘর্ষের চার দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদল বৈঠকে বলেছিলেন, ‘ওখানে (লাদাখ) কেউ আমাদের সীমান্ত পেরিয়ে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই।’ এবার সরকারি দস্তাবেজ থেকেও মুছে গেল লাদাখে চীনা সেনার অনুপ্রবেশের প্রসঙ্গ।