ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন। দলটির ন্যাশনাল কনভেনশনের শেষ দিন তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।
শালীনতা, সততা, ন্যায়বিচার ও ভালবাসার মাধ্যমে আশা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন কমলা হ্যারিস।
ডেমোক্রেটিক কনভেনশন চেয়ারম্যান বেনি থম্পসন কমলা হ্যারিসকে দলীয় মনোনয়ন প্রদানের ঘোষণার পর তিনি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় কমলা তাঁর মায়ের কাছে আমেরিকান মূল্যবোধ ও সংস্কৃতি শেখার পাশাপাশি কিভাবে আফ্রিকান ও ভারতীয় সংস্কৃতি শিখেছেন সে কথা বলেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বৈষম্য, অভিবাসন, স্বাস্থ্য খাতসহ চলমান করোনা মহামারি নিরসনে তার পরিকল্পনা তুলে ধরেন।
এর আগে বুধবার কনভেনশনের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট পদে দলটি থেকে চূড়ান্ত মনোনয়ন পান জো বাইডেন।
এদিকে ভার্চুয়াল কনভেনশনের শেষ দিন বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প কখনোই গুরুত্ব সহকারে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি।
অপরদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামার পাল্টা সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ছিলেন একজন ভয়ানক প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, ওবামা যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অবস্থায় রেখে গিয়েছিলেন বলেই জনগণ তাকে নির্বাচিত করেন।