প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় তূর্ণা নিশিথা ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, তূর্ণা নিশিথা ট্রেনের চালক (লোকো মাস্টার) তাসের উদ্দিন এবং সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা এবং আহতদেরকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সাথে তদন্তের মাধ্যমে দোষীতের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে, দূর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান ও পুলিশ সুপার মো: আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।
জেলা প্রশাসক প্রাথমিকভাবে ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করলেও পরবর্তীতে আরও পাঁচজনসহ মোট ১৭ জন নিহতের তথ্য পাওয়া যায়।