মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেকের থাকে স্বপ্রণোদিত উৎসাহ। প্রাণের উৎসবে মেতে উঠবে সমগ্র দেশ ও বাঙালী জাতি।
এতিম শিশুরা যাতে এই উৎসব থেকে বঞ্চিত না হয় সেই অনুপ্রেরণা নিয়ে আজ শনিবার সন্ধায় হঠাৎ সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেনকে সাথে নিয়ে সাতক্ষীরা সরকারী শিশু সদনে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার।
একে একে ৩৮ জন এতিম শিশুকে পরিয়ে দেন বৈশাখের পোশাক। তাদের সাথে নিয়ে তোলেন ছবি। পিতা-মাতাহীন এতিম শিশুরা বর্ষবরণের পোশাক পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তখন।
বৈশাখের পোশাকে বৈশাখের আনন্দে মেতে ওঠে সমগ্র শিশু সদন। সাতক্ষীরা সদর সার্কেল মেরিনা আক্তারের উপস্থিতিতে ক্ষণিকের জন্য হলেও এতিম শিশুরা খুঁজে পান তাদের অভিভাবককে।