সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করে লেবাননের জাতীয় টিভিতে একটি ভাষন দেন। ভাষনে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, “সাত বছর ধরে গোপন দুর্যোগে আমরা দায়বদ্ধ এবং আমরা বিক্ষোভকারির দাবিকে সমর্থন করে পদত্যাগ করছি।” প্রধানমন্ত্রী তায়েব জাতীয় টিভিতে দেওয়া ভাষনে নিজেকে একজন সংস্কারি নেতা হিসেবে দাবী করেন। আকস্মিক পদত্যাগ এর কারনে প্রধানমন্ত্রী শুন্য হয়ে পড়ে লেবানন। এতে করে দেশের এই দুর্যোগপূর্ন অবস্থায় প্রধানমন্ত্রী হীনতায় পরে লেবানন। তাতে সংসদকে দ্রুত প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বৈরুতে সোমবার বিস্ফোরনে এই পর্যন্ত নিহতের সংখ্যা ২২০ জনে এসে দাড়িয়েছে। বিস্ফোরনের ফলে বৈরুতে কয়েক কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়, এতে ২ লাখের অধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বা থাকছেন দরজা জানালাহিন ঘরে।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি