নারায়নগন্জ প্রতিনিদি ( মোঃ শফিকুল ইসলাম)
এক সময়ে নারায়নগন্জ এর শীতলক্ষ্যা নদী ছিলো স্রোতস্বিনী,এখন সে নদী মৃত প্রায়।শুধু তাই নয় দখল আর দূষনে নিজের রুপ হারাতে বসেছে এক সময়ের এই নদী।অচেনা অজানা ময়লা পানির ভাগাড়ে পরিনত হয়েছে এ শীতলক্ষ্যা নদী।একদিকে কলকারখানার বর্জ্য অনদিকে জনজীবনের নিত্য প্রয়োজনীয় উচ্ছিষ্টে একাকার হয়ে গেছে এই নদী।নানা ধরনের ক্যামিকেল এর কারনে দুষন মুক্ত করা যাচ্ছে না এ নদী।
তবে ভয়াবহতা হচ্ছে এখানকার কলকারখানা গুলোতে নেই পানি শোধানাগার ( ইটিপি) যার কারনে দিন দিন নব্যতা হারাচ্ছে শীতলক্ষ্যা নদী,।
এভাবে চলতে থাকলে এক সময় শেষ হয়ে যাবে এ নদীটি।