প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (নরসিংদী) : সারাদেশে নারী ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল ১৭ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ, শনিবার নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বিট সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের পোড়াদিয়াতে বিট পুলিশিং সমাবেশে বিট অফিসার এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই মাহফুজ আলম সহ অন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। কমিউনিটি পুলিশিং পাটুলী ইউনিয়নের সভাপতি জালালউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা এ এলাকায় ধর্ষণ, নারী নির্যাতন বা সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে সহযোগিতার অঙ্গীকার করেন এবং এলাকার সচেতন নাগরিকদের সহযোগিতা করতে আহবান জানান। বক্তারা এ সময় জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ধরণের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এছাড়া ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষনার মাধ্যমে সরকার অপরাধীদের এ ধরণের জঘন্য কার্যক্রম থেকে বিরত থাকার কঠিন বার্তা প্রেরণ করেন।
এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন পাটুলী ইউনিয়নের বিট অফিসার এসআই রুহুল আমিন, বর্তমান জেলা পরিষদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. শহীদুল্লাহ, পোড়াদিয়া জেনারেল হাসপাতালের প্রোপাইটর ও মমতাজ মেডিসিন কর্ণারের সত্ত্বাধিকারী আওয়ামীলীগ নেতা সারোয়ার মুর্শেদ নেলিন, সাবেক জেলা ছাত্রলীগের নেতা ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো. কামরুজ্জামান ভূঁইয়া তাপস, কমিউনিটি পুলিশিং পাটুলী ইউনিয়নের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা তানভীর হাসান ইমরান, এএসআই মাহফুজ প্রমুখ।