দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পাড় হওয়ার সময় নদীতে পড়ে ডুবে বঙ্কেশ্বর চন্দ্র রায় ওরফে বঙ্ক (৩৫) ও জয়ন্ত রায় (২৫) নামে দুই দিনমজুর নিখোঁজ হন। পরে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গত ১৩ জুলাই শনিবার বিকাল ৩টায় উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় নামক স্থানে বেলান নদীতে ঘটেছে।
নিহত বঙ্ক উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের পাইকারপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে ও দুই সন্তানের জনক এবং জয়ন্ত ওই এলাকার জিতেন্দ্র নাথ রায়ের ছেলে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরির কাজে যান বঙ্ক ও জয়ন্ত। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বঙ্ক ও জয়ন্ত রাবারড্যাম পাড়ি দেয়ার সময় পা ফসকে তারা বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এসময় স্থানীয় লোকজন ওই নদীতে নেমে তাদের সন্ধান করতে থাকে। তারা অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের নিকট বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাসহ স্থানীয় লোকেরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যান। এক পর্যায়ে তারা ব্যর্থ হন।
খানসামা ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। রাবারড্যামের কারণে নদীতে স্রোত বেশি ছিল। এ কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। তবে রংপুরের ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। রংপুরের ডুবুরিদল ঘটনাস্থলে এসে বেলান নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের লাশ উদ্ধার করে।
ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, উদ্ধার হওয়া মরদেহ দাহকার্যের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি