প্রতিটা পরিবারে মা বাবার স্বপ্ন থাকে শন্তান বড় হবে, স্কুলে যাবে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হবে পরিবার, সমাজ তথাপি শন্তানের জীবন। কিন্তু সেই স্বপ্ন যদি উড়ন্ত ছিলের মত থাবা দিয়ে বিলিন করে দেয় তার ছেয়ে বড় বেদনার আর কিছু হতে পারে না। আধুনিক ডিজিটাল জামানায় কর্মজীবনে এসছে অনেক পরিবর্তন সাথে বেড়েছে বিপত্তি ও। বলছিলাম ব্যাটারি চালিত অটোরিক্সার কথা। যার নিয়ন্ত্রন বলতে কিছুই নেই মনে হয়। প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটাচ্ছে দুর্ঘটনা, সাথে ঘটছে প্রানহানি।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধিন উত্তর চরবংশী ইউনিয়নের খাশের হাটে নিয়ন্ত্রনহীন অটোরিক্সা মূহর্তের মধ্যে কেড়ে নিল শিশু স্কুল শিক্ষার্থী জামিলের প্রান, সাথে কেড়ে নিয়েছে একটি পরিবারের স্বপ্ন।
বাড়ী থেকে স্কুলের সামনে দাঁড়ায় শিশু জামিল। তাৎক্ষনিক একটি অটোরিক্সা এসে ধাক্কা দেয় তাকে। এসময় ছিটকে পড়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। সাথে সাথে হাসপাতাল নেওয়ার পর মারা যায়। স্বজনদের মাঝে শোক বইছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে খাসেরহাট বাজারের পাশে ব্রাইট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিন বাদ আছর পর নিহত শিশু জামিলকে দাফন করা হয়।
নিহত শিশু জামিল চরবংশী গ্রামের মাঝি বাড়ির জাকির মাঝির ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু জামিল বাড়ি থেকে বের হয়ে খাসেরহাট ব্রাইট স্কুলের সামনেএসে দাঁড়ায়। এ সময় বেটারিচালিত অটোরিক্সার ধাক্কায় মাথায় সে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর থেকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি