মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর বেনাপোল চেকপোস্টে এক পাসপোর্টযাত্রীর কাছে থেকে প্রতারণা করে ২১ হাজার টাকা ছিনতাই করায় রবিউল(২৫)ও রকি(২৮)নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিজিবি।এ সময় ছিনতাইকারীদের কাজ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করে পাসপোর্টযাত্রীকে ফেরত দেয় বিজিবি।(শনিবার ২৯শে জুন) দুপুরে বেনাপোল চেকপোস্টে এ ঘটনা ঘটে।আটক রবিউল বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও রকি একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।চেকপোস্ট বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্টের রিয়াদ এন্টারপ্রাইজের এই দুই প্রতারক রংপুর থেকে আসা পাসপোর্টযাত্রী কনক চন্দ্র সেনকে ভারতে যাওয়ার জন্য ইমেগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা কাজ করে দেওয়ার জন্য পাসপোর্ট নিয়ে নেয়।এ সময় তার কাছে থাকা টাকা বেনাপোলে রেখে ভারতের পেট্রাপোলের একটি কাউন্টার থেকে নিলে বেশী পাওয়া যাবে বলে ২১ হাজার টাকা রেখে দিয়ে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়।পেট্রাপোল যেয়ে কোনো কাউন্টার না পেয়ে কনক ভারতীয় ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবহিত করেন।পরে ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি নায়েক আতিয়ার রহমান রিয়াদ এন্টারাপ্রাইজে অভিযান চালিয়ে রকিকে আটক করে।এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী রিয়াদ এন্টারপ্রাইজের মালিক রবিউলকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ২১ হাজার টাকাও উদ্ধার করা হয়।দুইমাস আগে রবিউল এই কনক সেনের নিকট থেকে টাকা ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলে গুনতে গুনতে পাঁচ হাজার টাকা টেবিলের নীচে ফেলে দেয়।সে টাকাও বিজিবি তাদের নিকট থেকে উদ্ধার করে।এ ব্যাপারে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, পাসপোর্টযাত্রীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।