পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৫ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাপরিচালক আক্তার হোসেন জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪১ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি