মিরপুরে থেমেছে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হওয়ায় শের-ই-বাংলার মাঠ বেশ ভেজা রয়েছে। মাঠ খেলা উপযোগী করে গড়ে তুলতে ব্যস্ততা বেড়েছে মাঠকর্মীদের। উইকেট থেকে সরানো হচ্ছে কভার।
ম্যাচ শুরুর আগেও বৃষ্টির শঙ্কা ছিল। টসের পর বেশ কিছুক্ষণ ঝিরঝির বৃষ্টিও হয়েছিল। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন কুমার দাস।
নির্ধারিত সময়েই নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামে। কিন্তু বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিবের দারুণ শুরুর পর আবার হানা দিয়েছে বৃষ্টি। এই সময় পর্যন্ত ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং।
প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকেল সাড়ে চারটা থেকে ফের মাঠে গড়াবে ম্যাচটি। ইতোমধ্যেই উইকেটের কভার তুলে ফেলা হয়েছে। এখন চলছে আউটফিল্ড শুকানোর কার্যাবলি। দুই দল ৪২ ওভার করে খেলার সুযোগ পাবে। আট ওভার করে কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম