একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, সংলাপেই তার সমাধান দেখতে চান প্রবাসীরা। আলোচনার মাধ্যমে দু’পক্ষই অনড় অবস্থান থেকে সরে আসলে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ তৈরি হবে বলে প্রত্যাশা তাদের। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও সংলাপে তুলে ধরার আহবান জানান বৃটেন প্রবাসীরা। বহুল প্রত্যাশিত সংলাপ, দেশের জাতীয় নির্বাচন নিয়ে চলমান সংকট সমাধানের প্রথম পদক্ষেপ বলে মনে করেন বৃটেন প্রবাসীরা। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে প্রবাসীরা বলছেন, দেশের রাজনীতির জন্য এই সংলাপ সুযোগ হিসেবে এসেছে, যেখানে পারস্পরিক অবিশ্বাস দূর করার শুভ সূচনা সম্ভব। তাদের মতে, সবার সব দাবি পূরণ হবার নয়, এটা মেনে নিয়েই উভয় পক্ষকে ছাড় দেয়ার মানসিকতা দেখাতে হবে। প্রবাসীরা বলেন, ‘যদি সংলাপের মাধ্যমে ভাল কিছু বের হয়ে আসে তাহলে দেশের ভাল হবে। সংলাপ হয়েছে এইটা ভাল বিষয়। তবে আরও সংলাপ হওয়া দরকার। এক সংলাপে সব সমস্যার সমাধান হবে না।’ প্রবাসীরা মনে করছেন, সংলাপ আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে বাস্তব সম্মত এবং যথার্থ ভূমিকা রাখবে। প্রবাসীরাও দেশের অগ্রযাত্রায় অবদান রাখছেন, তাই চলমান সংলাপে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও তুলে ধরার আহবান জানান তারা। প্রবাসীরা বলেন, ‘আমরা যারা প্রবাসে আছি আমাদের ভোটের বিষয়টি যেন উঠে আসে এই সংলাপে। আমরা যেন ভোট দিতে পারি তার অধিকার চাচ্ছি।’ বৈধ ও অবৈধ অভিবাসী মিলিয়ে প্রায় ১০ লাখ বাংলাদেশী বৃটেনে রয়েছেন। তারা চান ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি বৃটেনে বাংলাদেশ হাইকমিশনে ভোট প্রদানের ব্যবস্হা করা।