দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এ ঘটনায় পুলিশ আব্দুল মান্নান নামে এক হোমিও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৭ মে) সকালে পৌর এলাকায় মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন বিরামপুর পৌর শহরের হঠাৎ পাড়া মহল্লার শফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মঞ্জুয়ারা (৩২), শান্তিনগর মহল্লার মো. আনোর ছেলে আব্দুল মতিন (৬৫), মাহমুদপুর মহল্লার মো. তোজাম শাহর ছেলে আজিজুল ইসলাম (৩৩), সুলতানের ছেলে মহসীন আলী (৩৮) এবং ইসলামপাড়া মহল্লার তাপস রায়ের ছেলে অমৃত।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, অ্যালকোহল জাতীয় কোন পানীয় পান করে অসুস্থ হবার পর তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুরমু দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের ম্যানেজ করে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। সেখানে দিনরাত বিরামপুরসহ আশে পাশের উপজেলার মাদকসেবীরা এসে প্রকাশ্যে চোলাই মদ খান। এছাড়াও সেখান থেকে চোলাইমদ বিরামপুরসহ আশে পাশের উপজেলাগুলোতে সরবরাহ করা হয়।