আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক কপ-২৬ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার জন্য বিশ্ব নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
জো বাইডেন বলেন, বিগত প্রশাসনের ওই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত। ওই সিদ্ধান্ত আমাদের যেই জলবায়ু লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন করা থেকে পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘আমি মনে করি আমার ক্ষমা চাওয়া উচিত নয়, তবে আমি এই সত্যের জন্য ক্ষমাপ্রার্থী যে সাবেক মার্কিন প্রশাসন প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল।’
Climate change is already ravaging the world. We know that none of us can escape the worst that’s yet to come if we fail to seize this moment.pic.twitter.com/g6ESsvqV5b
— Joe Biden (@JoeBiden) November 2, 2021
জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রবিবার গ্লাসগোতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। সেখানে তারা পৃথিবীর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করবেন।