বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এখন আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়াল। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩ হাজারের বেশি ৷
মৃতের সংখ্যার বিচারে সকলকে ছাপিয়ে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত বেড়ে প্রায় ৮৬ হাজার । এখনও পর্যন্ত শুধুমাত্র আমেরিকাতেই করোনায় সর্বাধিক মানুষ৷ তবে অনেকেই সুস্থ হয়ে উঠছেন করোনা যুদ্ধে ৷
বিশ্বে করোনায় এখন সুস্থ ১৭ লক্ষ ৩ হাজারের বেশী মানুষ ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে ভাবে HIV ভাইরাস পৃথিবীতে চিরস্থায়ী হয়ে গিয়েছে, সেভাবেই করোনা ভাইরাসও চিরস্থায়ী হয়ে যেতে পারে ৷ হয়তো কোনও দিনও পৃথিবী থেকে ভাইরাসটি দূর হবে না ৷