দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ-এর প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
(৯ এপ্রিল) প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মাত্রা ৭ দশমিক ৮ শতাংশ নিয়ে প্রথম স্থানে আছে রুয়ান্ডা।
এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.৩ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ ধরা হয়। যা বাংলাদেশ সরকার ঘোষিত কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশের কাছাকাছি।
এছাড়া প্রতিবেদনে আইএমএফ প্রধান গীতা গোপীনাথ বলেছেন, বর্তমান বিশ্ব অর্থনীতি ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে দেখানো হয়, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ যা গত বছরের তুলনায় কম।