আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কেরাত সম্মেলন `২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’। বিশ্বখ্যাত ৪ জন কারী এ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
বিশ্বখ্যাত ৪ জন কারী হলেন, মিসরের শাইখ কারী ইয়াসির শারকাভী, ইরানের কারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর কারী ইলিয়াস আল-মিহয়াভী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
কেরাত সম্মেলন শুরু হবে শুক্রবার সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তেলাওয়াত করবেন ইক্বরার সদস্য এ দেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা’হাদুল কেরাত বাংলাদেশের দেশি-বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি