বিশ্বকাপ শুরুর আগেই দলে থাকা অনিশ্চিত হয়ে গেছে শরিফুল ইসলামের। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। পুরো বিশ্বকাপ না হলেও ইনজুরিতে পরে যাওয়ায় শঙ্কায় এখন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলা তাঁর। যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরিফুলের। পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়ে বোলিং হাতেই আঘাত পেয়েছেন তিনি। পরে মাঠ থেকে সরাসরি তাকে নেয়া হয় হাসপাতালে।
এদিকে, বাংলাদেশ ম্যানেজার রাবিদ ইমাম বলেন, আপনারা জানেন যে, ওর (শরিফুল) বোলিং হ্যান্ডে ইনজুরি। বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝামাঝি জায়গায় একটা স্প্লিট ইনজুরি হয়েছে। হ্যান্ড সার্জন যিনি আছেন তিনি এই ফিল্ডে খুবই এক্সপার্ট। আমরা আশা করছি যে, হয়তো কোনো পজিটিভ খবর পেতে পারি।
রাবিদ ইমাম আরো বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে তাকে এখানকার সেরা চিকিৎসাটা দেয়া যায়। তারপর বাকিটা বলতে পারবো, এই মুহূর্তে আসলে বলাটা কষ্টসাধ্য।
অন্যদিকে, এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর (শরিফুল) ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দু’দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো। তখন আসলে বুঝতে পারবো যে ওর ফিরতে কত সময় লাগবে। এছাড়া তাসকিন এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসার প্রতীক শরিফুলের ইনজুরি মহাবিপদের নাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত শরিফুলের। যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় এখনই আশাহত হচ্ছে না দল।
উল্লেখ্য, বাংলাদেশ দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরেক টাইগার পেসার হাসান মাহমুদ।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৪ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি