স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রোববার (১৭ অক্টোবর) মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে আজ শনিবার ওমানে বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগেই ওমান যায় বাংলাদেশ দল। সেখানে গিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। কিন্তু আইপিএল ব্যস্ততার কারণে এতদিন দলের সঙ্গে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচটি শেষে ওমানে দলের সঙ্গে যোগ দিতে রওনা দেন সাকিব। আজ শনিবার সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এক জৈব সুরক্ষা বলয় থেকে আরেক জৈব সুরক্ষা বলয়ে আসায় আলাদা করে কোয়ারেন্টাইনের দরকার নেই তার। তাই সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।
বিশ্বকাপ শুরুর আগে আজ শেষবারের মতো অনুশীলন নামবে টাইগাররা। কলকাতা নাইট রাডার্সের হয়ে টানা আইপিএল খেলার ধকল ও দুবাই থেকে ওমান জার্নির পর আজ অনুশীলনে নামবেন কি না সাকিব সেটা নিশ্চিত নয়। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশসহ এই আট দলকে।
অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল।