চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন অনেক তারকা ফুটবলার।
সোমবার সব শেষ পল পগবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর রটে গণমাধ্যমকে। এবার দুঃসংবাদ নিয়ে এলেন ইন্টার মিলানের বেলজিয়াম তারকা রোমেলো লুকাকু।
ইতোমধ্যেই তার ক্লাব ইন্টার মিলান ইনজুরির খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘লুকাকু ডাক্তারি পরীক্ষা করিয়েছেন। বাম উরুতে চোট পেয়েছেন তিনি।
আগামী কয়েক দিনের তার অবস্থা আবার মূল্যায়ন করা হবে।’ চোটের কারণে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইন্টার মিলানের স্কোয়াডে রাখা হয়নি লুকাকুকে। সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’ জানিয়েছে, ২০২৩ সালের আগে মাঠে আর না–ও ফিরতে পারেন লুকাকু।
তবে এই সম্ভাবনার নিশ্চয়তা দিতে পারেনি কেউ। আনুষ্ঠানিকভাবে কিছু বলাও হয়নি। তবু দলের তারকা স্ট্রাইকারের চোট নিয়ে বেলজিয়ামের দুশ্চিন্তায় পড়াই স্বাভাবিক।
উল্লেখ্য, চেলসিতে গত মৌসুম বাজে কাটানোর পর ধারে এ মৌসুমে ইন্টারে খেলছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। ইন্টারের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন লুকাকু।