প্রদীপ কুমার দেবনাথ,
“প্রস্তুতি ম্যাচে ৯৫ রানে হেরে যাওয়া ছিল বাংলাদেশের জন্য দুঃখজনক। তবে এটাও ভাবতে হবে এ ম্যাচটা ছিল সঠিক স্কোয়াড সাজানোর জন্য একটি পরীক্ষামূলক ম্যাচ। খেলার প্রথমে দাপুটে বলিংয়ের মাধ্যমে ১০২ রানেই চার উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। পরবর্তীতে নতুন ও পার্টটাইম বোলারদের ব্যবহার করে পরীক্ষা করে নিয়েছেন মাশরাফি। সুতরাং এটা হার নয়, কৌশল হিসেবেই দেখতে হবে।
সাম্প্রতিক খেলাগুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন বোলিংয়ে সাকিব, মেহেদী, মোস্তাফিজ, মাশরাফির পারফরম্যান্স চোখে পড়ার মতো আবার ব্যাটিংয়ে তামিম, সৌম্য, লিটন, মুশফিক, মাহমুদউল্লাহর পারফরম্যান্স অসাধারণ। ফিল্ডিংয়েও সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করছে। একটা দল যখন সব বিভাগেই ভাল খেলার চেষ্টা করে তখন সে দলকে হারানো কঠিন।
তাই আমি মনে করি বাংলাদেশ এবার সকলের জন্যই শক্ত প্রতিপক্ষ হবে। “
উপরের কথাগুলো বলছিলেন সাবেক বিশ্বসেরা ভারতীয় খেলোয়াড় ও ভারত দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি।