মৌলভীবাজারের বড়লেখায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় লোকজন বানরটিকে আটক করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বানরটিকে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা সেটিকে ধরে খাঁচায় আটকে রাখেন। রাতেই স্থানীয়রা বিষয়টি জানাতে বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা পরিবেশকর্মী খোর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় খোর্শেদ বানরটি সম্পর্কে স্থানীয়দের জানালে রাত সাড়ে ১২টা দিকে তারা সেটিকে ছেড়ে দেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটিকে রাতে আটক করেন এলাকার লোকজন। পরে সেটিকে খাঁচায় রাখা হয়। মূলত ফসলের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা করে স্থানীয় লোকজন এটিকে আটক করেন। রাতে স্থানীয়রা বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হবার পর এক পরিবেশকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বানরটি বিরল প্রজাতির ও নিশাচর। এরা কারও কোনো ক্ষতি করে না এবং পরিবেশের জন্য ভালো। বানরটি সম্পর্কে জানার পর সেটিকে পরে ছেড়ে দেওয়া হয়।
পরিবেশ কর্মী খোর্শেদ আলম বলেন, লজ্জাবতী এই বানরটি বিরল প্রজাতীর। এটি মূলত নিশাচর প্রাণী। এরা পোকামাকড় ও গাছের কষ খেয়ে জীবন যাপন করে বেঁচে থাকে। খাবারের সন্ধানে হয়ত প্রাণিটি লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় লোকজন প্রাণিটি সম্পর্কে তেমন ধারণা ও বিষয় সম্পর্কে জানতেন না। তাই তারা এটিকে আটক করেন। পরে তাদের বুঝিয়ে বলায় রাতেই তারা বানরটিকে ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি