মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (১০এপ্রিল) র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় র্যাব -৯ এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সাড়ে ৩ টায় অভিযান করা হয়েছে। উক্ত অভিযানে ২৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ মাদক কারবারিকে আটক করা হয়। করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্ল্যার ছেলে মো. মামুনুর রশিদ (২৪) ও একই এলাকার পূর্ব লামুয়া গ্ৰামের বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে ইমরান মিয়া (২৩)।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ ২ মাদক কারবারিকে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ফেন্সিডিল সহ ২জনকে র্যাব-৯ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মামলা লিপিবদ্ধ করে জব্দকৃত মালামালসহ ২জনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি