মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আসতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দরে। গতকাল একদিনেই এসেছে ৬৫১ টন পেঁয়াজ। আমদানিকারক বলছেন, সংকট নিরসনে আরো আমদানি করা হবে। শুল্ক ছাড়াই দ্রুত সারাদেশে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থলবন্দরের কাস্টমস সুপার।
ভারত রোববার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করায় এর ব্যাপক প্রভাব পড়েছে দেশের বাজারে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে।
এ অবস্থায় সংকট নিরসনে বেড়েছে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি। সোমবার এক দিনেই টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে ৮টি ট্রলারে করে ৬৫১ টন পেঁয়াজ।
বস্তাভর্তি পেঁয়াজ ট্রলার থেকে খালাস করে ট্রাকে বোঝাই করে দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, আগামী দু’তিন দিনের মধ্যে সাগরপথে মিয়ানমার থেকে আরো ২ হাজার টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছাবে।
পেঁয়াজের সংকট কাটাতে মিয়ানমার থেকে ব্যাপক ভিত্তিতে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানালেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর।
আর স্থলবন্দরের কাস্টমস সুপার আবছার উদ্দিন জানালেন, শুল্ক ছাড়াই দ্রুত বন্দর ও কাস্টমস এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পেঁয়াজ দেশের বাজারে পৌঁছাতে চালান করা হচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের দেয়া তথ্য মতে, গত আগস্ট মাসে মিয়ানমার থেকে আমদানি করা হয় ৮৪ টন পেঁয়াজ। আর গত ২৫ দিনে মিয়ানমার থেকে এসেছে ৩ হাজার ৫৭৩ টন পেঁয়াজ।