অনুসন্ধানী ডেস্কঃ রাজধানীর মহাখালী এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ রেজাউল ইসলাম ও রকিবুল হাসান নামের দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় মহাখালীর সাতরাস্তাগামী পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান (রেজি: নং ঢাকা মেট্রো ম-৫৪-১৩২৬) উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ মহাখালীর সাতরাস্তাগামী সড়কে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যায় নীল রঙের একটি কাভার্ড ভ্যান আসতে দেখে ব্যারিকেড দেওয়া হয়। আর গ্রেফতার করা হয় পিকভ্যানের চালক রেজাউল ও সজিব নামের ২ জন কে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নীল রঙের ওই কাভার্ড ভ্যান থেকে খুঁজে পাওয়া যায় ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিল। তারা স্বীকার করে এক ব্যক্তির সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল ঢাকায় নিয়ে এসে বনানীসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে।
এ সংক্রান্তে গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা জানান ডিএমপির বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।