আজকের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে এসেছে আরেকটি নতুন খ্রিস্টীয় বছর। দেওয়া-নেওয়া আর যোগ-বিয়োগের কত না হিসেব নিকেশ শেষে চলে গেল ২০২১ সাল। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে উৎসবে উৎসবে বরণ করা হচ্ছে নতুন ইংরেজি বছর ২০২২কে, আর বিদায় জানানো হচ্ছে পুরনো বছর ২০২১কে। আর ২০২১ সাল ছিলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের বছর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘ফোটে যে ফুল আঁধার রাতে/ঝরে ধুলায় ভোর বেলাতে/আমায় তারা ডাকে সাথে- আয় রে আয়।/সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়…।’ সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে আছে আনন্দ-বেদনার কাব্য। বছর বিদায়ের ক্ষণেও সেই একই কথা।
[icon name=”quote-left” prefix=”fas”] ‘ডিজিটাল বাংলা নিউজ’ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষ-২০২২ এর শুভেচ্ছা ও অভিনন্দন। [icon name=”quote-right” prefix=”fas”]
আজকের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে এসেছে আরেকটি নতুন খ্রিস্টীয় বছর। দেওয়া-নেওয়া আর যোগ-বিয়োগের কত না হিসেব নিকেশ শেষে চলে গেল ২০২১ সাল। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে উৎসবে উৎসবে বরণ করা হচ্ছে নতুন ইংরেজি বছর ২০২২কে, আর বিদায় জানানো হচ্ছে পুরনো বছর ২০২১কে। আর ২০২১ সাল ছিলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের বছর।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘ফোটে যে ফুল আঁধার রাতে/ঝরে ধুলায় ভোর বেলাতে/আমায় তারা ডাকে সাথে- আয় রে আয়।/সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়…।’ সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে আছে আনন্দ-বেদনার কাব্য। বছর বিদায়ের ক্ষণেও সেই একই কথা।[icon name=”quote-left” prefix=”fas”] ‘ডিজিটাল বাংলা নিউজ’ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষ-২০২২ এর শুভেচ্ছা ও অভিনন্দন। [icon name=”quote-right” prefix=”fas”]