স্পোর্টস ডেস্কঃ গতকাল শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার পর শনিবার সকালে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির পোস্ট মুছে ফেলেছেন তিনি। গত ২ আগস্ট বেট উইনার নিউজের লোগো সম্বলিত জার্সি ও ব্যাট হাতে একটি ছবি দিয়ে সাকিবের পোস্টটি বেশ সমালোচিত হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসবেন সাকিব আর সেখান থেকেই শোনা যাচ্ছে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে পারেন টাইগার অলরাউন্ডার।
মিরপুর হোম অব ক্রিকেট কিংবা গুলশানে বিসিবি সভাপতির বাসভবন শনিবার (১৩ আগস্ট) সকাল থেকেই দুই জায়গাতেই সাংবাদিকদের জটলা। কারণ এশিয়া কাপের জন্য দল ঘোষণা হতে পারে আজই। আরও জানা গেছে, দল ঘোষণার আগে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন সাকিব। আর তারপরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
তবে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, আসন্ন এশিয়া কাপে দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে জড়ানো সাকিব আল হাসানই। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বও পেতে পারেন। যদিও এতদিন ধরে অধিনায়ক হওয়ার তালিকায় প্রথম পছন্দই ছিলেন সাকিব। কিন্তু তার বিতর্কিত চুক্তিটির কারণে সেই সম্ভাবনায় উঁকি দেয় মাহমুদউল্লাহ নাম। কারণ পছন্দের তালিকায় থাকা লিটন দাস ও নুরুল হাসান হোসান চোটের কারণে দলেই থাকতে পারছেন না। তাই ভাবা হয়েছিল, সাকিব না হলে এশিয়া কাপে মাহমুদউল্লাহই হতে পারেন অধিনায়ক।
কিন্তু সেই সম্ভাবনাও এখন প্রায় উড়ে গেছে। কারণ সাকিব তার বিতর্কিত চুক্তিটি বাতিল করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এশিয়া কাপের দলে থাকছেন তিনি। তাই নেতা হিসেবেও ঘুরে ফিরে এখন বিশ্বসেরা অলরাউন্ডারের নামই আসছে। এদিকে, অধিনায়কত্ব ইস্যু ছাড়াও এশিয়া কাপের দল নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে।
উল্লেখ্য, এরই মধ্যে বিসিবি দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।