দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিচারপতিকে নিয়ে কটুক্তি করায় ১ মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছে আপিল বিভাগ। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া যদি ১ লাখ টাকা পরিশোধ না করেন তবে আরও সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে মেয়র জাহাঙ্গীরকে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
এর আগে সকালে মেয়রের উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। এসময় আপিল বিভাগ বলেন জাহাঙ্গীর যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।
রায়ের পর বের হয়ে দিনাজপুরের পৌর মেয়র জানান, তিনি ভুল করেছেন। পরে তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগ আজ সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করব।
উল্লেখ্য, এর আগে আদালত অবমাননায় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের জেল দেয়া হয়। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেলকেও আদালত অবমাননায় সাজা দেন আপিল বিভাগ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি