বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ি উৎপাদন করতে জার্মানিকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জার্মানির উন্নয়ন মন্ত্রী জার্ড মুলার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জার্মান বিনিয়োগকারিদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনরায় জার্মান মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন আব্দুল মোমেন।
দুই মন্ত্রীর আলোচনায় রোহিঙ্গা বিষয়টি গুরুত্ব পায়। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য অনুরোধ করেন মোমেন। জার্মান মন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সূত্র : সময় নিউজ