প্রদীপ কুমার দেবনাথ, ১২ জুন ২০১৯, ২৯ শে জৈষ্ঠ্য, বুধবার।
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) থেকে সদ্য পদত্যাগকারী কোহিনূর বেগম কেয়া যেসব অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করেছেন তা বানোয়াট, ভিত্তিহীন। এ ব্যাপারে উক্ত সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম রনি স্যার আমাদের জানান, সে ( কেয়া) মাত্র দুইমাস আগে এই সমিতিতে অনেক অনুরোধ করে প্রবেশ করে এবং তাকে আমি ভাল পদ দিয়ে সম্মানিত করি। কিন্তু গত দুই মাসই সে ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির কার্যক্রম থেকে দূরে থাকে এবং ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় থাকে। গত দুই মাস যাবত সমিতি তার নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যার সাথে কোহিনূর বেগম কেয়া নামক কোন যুগ্ম মহাসচিবের সম্পর্ক নেই।
তাছাড়া তার অভিযোগ অনুসারে কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের সহিত বাংলাদেশ শিক্ষক সমিতির ( নজরুলের) যোগসাজেশ নেই। তার অভিযোগ গুলো ভিত্তিহীন এবং সমিতির কার্যক্রমের সাথে সংগতিপূর্ণ নয়। আমাদের সংগঠনটি সর্বজনীন এবং এখানে সকল সিদ্ধান্ত সবাই মিলে নেওয়া হয় তাছাড়া আর্থিক কোন বিষয় এই সমিতির সাথে জড়িত নয়। তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।