তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: কলসেন্টার “৩৩৩” হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদ্দছির বিন আলী বড়লেখার তত্বাবধানে সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে দাসের বাজার ইউনিয়নের পূর্ব সংকরপুর এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর মাধ্যমে ছাত্রীর পিতাকে ১০,০০০/=(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে উপস্থিত সকলের সামনে ছাত্রীর পিতা-মাতা লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন বড়লেখা থানা পুলিশের একটি দল সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।