বিতর্ক বেড়েই চলেছে ফুটবল ক্লাব বার্সেলোনার স্প্যানিশ রেফারিজ কমিটিকে অর্থায়ন নিয়ে। দেশটির আইনজীবী থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন। তবে এফসিবি বলছে, এই অর্থায়নের পেছনে কোনো অন্যায় নেই।
বিতর্ক পিছু ছাড়ছে না ফুটবল ক্লাব বার্সেলোনার। স্প্যানিশ রেফারিজ কমিটির পেছনে অর্থায়ন নিয়ে নতুন করে বিপাকে ক্লাবটি। অভিযোগ প্রমাণিত হলে হয়তো বড়সড় নিষেধাজ্ঞার বেড়াজালে ফেঁসে যেতে পারে বার্সেলোনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্পেন প্রশাসন। আদালত পর্যন্ত গড়িয়েছে এই মামলা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিযুক্ত ক্লাব এবং রেফারি নিগ্রেইরার মাঝে অবৈধ কিছু হয়েছে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। আইনজীবী হাভিয়ের বেনিতো বলেন, ‘আসলেই বাজে কিছুর গন্ধ পাচ্ছি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য বার্সেলোনা রেফারি কিনে নিয়েছে সিদ্ধান্ত ওদের পক্ষে নেয়ার জন্য। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। দেখা যাক না কী হয়!’
যদিও ফুটবল ক্লাব বার্সেলোনা বলছে, এই লেনদেনের মাঝে নেতিবাচক কিছু নেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটিকে তারা অর্থ প্রদান করেছে, ক্লাবটির যুব ফুটবলারদের সম্পর্কে তথ্য নিতে।