সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড নিয়ে সিনেমা বানিয়ে ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা ছবির পুরস্কার জিতেছে নিষিদ্ধ ইরানি পরিচালক মোহাম্মাদ রাসুলফের ‘দেয়ার ইজ নো ইভল’।
২০১৭ সালে ইরানের সরকার মি. রাসুলফের চলচ্চিত্র নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেয়, ফলে ‘দেয়ার ইজ নো ইভল’ নামে তিনি যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তার চিত্রায়নের কাজটি গোপনে করতে হয়েছে।
শুধু তাই নয়, ‘দেয়ার ইজ নো ইভল’ ছবিটি নিয়ে কর্তৃপক্ষের আপত্তির কারণে রাসুলফকে বিদেশ ভ্রমণের অনুমতিও দেয়া হয়নি। তাই রাসূলফের পক্ষে ছবিটি নিয়ে বার্লিনে যান তার মেয়ে বারান। তিনি এই ছবির একজন অভিনেত্রী। বার্লিনে বাবার পক্ষে পুরস্কারও গ্রহণ করেন বারান।
উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে ‘নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ’ নামে গর্ভপাত নিয়ে বানানো একটি চলচ্চিত্র। এই ছবিটির বানিয়েছেন মার্কিন পরিচালক এলাইজা। যিনি ‘হিটম্যান’-এর নির্মাতা হিসেবে খুবই জনপ্রিয়।