নারায়নগন্জ প্রতিনিদি( মোঃ শফিকুল ইসলাম)
সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার মূল্যায়নপত্রে নাম্বার বাড়ানোর ভুয়া পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায়ের অভিযোগে রিফাত নামের এক কলেজ ছাত্র কে আটক করেছে র্যাব ১১ এর সদস্যরা।
এ সময় তার কাছ হতে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৩ ফ্রেবুয়ারী) ভুইঘর এলাকা হতে তাকে আটক করা হয়।রিফাত স্হানীয় একটি পলিটিক্যাল এর কম্পিউটার বিভাগের ছাত্র।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানির অধিনায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী কতৃক প্রেরিত এক সংবাদ এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
রিফাতকে জিজ্ঞাসা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় রিফাত তার আইডি তার বাবার নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে Raihan Ahmed নাম দিয়ে ফেসবুক খোলে এবং সেখান সে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করে।
গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে নারায়নগন্জ ফতুল্লা মডেল থানায় আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।