লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ জমি দখল নিয়ে বান্দরবানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রবাসীসহ ৫ জনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১ আগস্ট সকাল ১১ টায় বান্দরবান জেলার টংকাবতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউচুপ শাহার ঝিরি নামক স্হানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বান্দরবান সদর থানায় আহত মোঃসেলীম উদ্দীনের স্ত্রী সোলতানা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল কাশেম (প্রকাশ কাশেম মেম্বার)কে ১ নং আসামী করা হয়। মামলার অনান্য আসামীরা হলেন যথাক্রমে কবির আহাম্মদ(৪২), শফিক প্রকাশ সুভালা (৪৪), নুরুল আমিন,সৈয়দ আহাম্মদ(৪৪),আয়ুব আলী(৩৮)।
মামলার এজহার সূত্রে জানা যায় মামলার আসামী আবুল কাশেম আহত মোঃ সেলিমের ক্রয়কৃত জায়গায় তার স্বত্ব আছে বলে দাবি করে আসছিল। এই নিয়ে মোঃসেলিম স্থানীয় টংকাবতি ইউনিয়নের ৩ নং ওয়াডের ইউপি মেম্বারের কাছে অভিযোগ দিলে উভয় পক্ষেকে প্রয়োজনীয় কাগজ নিয়ে বসতে বলে। কিন্তুু আবুল কাশেম স্থানীয় ইউপি মেম্বারের কথা না মেনে হঠাৎ গত ০১ আগষ্ট সেলীমের জায়গা দেখাশুনার দ্বায়িত্বে থাকা কেয়ার টেকারকে মারধর করতেছে । এই খবর পেয়ে সেলীম তার কেয়ার টেকারকে উদ্ধার করতে গেলে আগে থেকে উৎপেতে থাকা কাশেমের লোকজন সেলীমের উপর এবং তার সাথে থাকা কয়েকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সেলীম,তার মেয়ের জামাই প্রবাসী খলিলুর রহমান,খোরশেদ আলম,বাদশা সিকদার সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এলাকার লোক জন আহতদের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহিদুল ইসলাম চৌধুরী জানান, এই আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে কোন সময় তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সেলিমের স্ত্রী ও মামলার বাদী সাংবাদিকদের বলেন, আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন যে কোন সময় তারা আবারও আমাদের উপর হামলা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রসাশনের কাছে নিরাপত্তা চাই।