নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মার পেটে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৮ শে মার্চ) দিবাগত রাত্রি সাড়ে ১২টার সময় উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুর দওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন আনায়ারপুর দওপাড়া গ্রামের মোঃ ফরিদ প্রাং এর ছেলে মোঃ সোহেল রানা(২৭) ও মোঃ বেল্লাল প্রাং এর ছেলে মোঃ দিগন্ত (১০) কে মারপিট করে আহত করেন, বর্তমানে আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির দিগন্ত বাবা বেল্লাল প্রাং জানান, বাড়ির সীমানা কে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ রসূল প্রাং এর ছেলে মোঃ মোস্তফা কামাল ও মৃত আকিমুদ্দিন প্রাংএর ছেলে মোঃ হাসান আলীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তারই জের ধরে গত সোমবার দিবাগত রাত্রি সাড়ে ১২ টার সময় প্রতিবেশী মোঃ আব্দুল জলিল,মোঃ হাসান আলী, মোঃ আব্দুল আজিজ,মোঃ আব্দুস সামাদ ,মোঃ ইমান আলী, মোছাঃ মনেযা খাতুন, মোঃ কোরবান আলী,মোছাঃ মর্জিনা খাতুন, ও মোছাঃ আয়েশা খাতুন সহ আরো অনেকেই দলবদ্ধ হইয়া অনধিকার ভাবে আমার বাড়িতে প্রবেশ করে আমার ছোট ভাই সোহেল রানা ও আমার ছেলে দিগন্তর কে মারপিট করে আহত করেন। এবং আমার ছোট ভাইয়ের ঘরের বেড় ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ টাকার ক্ষতিসাধন করে করে ও আমার ছোট ভাইয়ের ঘরের ছোকেছের রাখা দুটি গরু বিক্রয় করার ১ লক্ষ ২০হাজার টাকা তাহারা অসৎ উদ্দেশ্যে নিয়ে চলে যায় ।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ও কোর্টে কোন মামলা দায়ের হয়নি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত দিগন্ত বাবা বেলাল হোসেন প্রাং।
এ বিষয়ে প্রতিপক্ষ গোলাম মোস্তফা কামালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সংবাদকর্মীদের জানান, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য, বর্তমানে আমার অফিসে কর্মরত আছি, আমার গ্রামের বাড়ির সীমা নিয়ে কেন্দ্র করে মারপিটের বিষয়ে আমি কোন কিছু জানিনা।