মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর মডেল থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার বিকালে উপজেলার শান্তি নগরে শান্তি ফিরিয়ে আনতে আগামী তিনদিনের মধ্যে দাঙ্গাবাজদের অস্ত্র জমা দেওয়া নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন তিনি বক্তৃতায় বলেন এই এলাকার সমস্যা নিয়ে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষাদেন,মারামারি করা ভালোনা,মানুষ মারা যায়,আহত হয়,বাড়ী ঘরে কেউ থাকতে পারেনা,লুটপাট হয়,অন্য জায়গায় আশ্রয় নিতে হয়,সেখানে পরাধীন জীবন যাপন করতে হয়,ঠিকমত ঘুম হয়না,কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যায়,এইটা একটা মানুষিক যন্ত্রণা, সুতরাং সবায় ভালো হয়ে যান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শান্তিপুর গ্রামের সাবেক মেম্বার মতি সরকার ও ফরিদ উদ্দিন আহাম্মদের গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ টেঁটা যুদ্ধ হয়েছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশের উদ্যোগে দুই গ্রুপের নেতা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন মিয়া,বাঞ্ছারামপুর উপজেলার আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন,স্কুল শিক্ষক সুলতান আহমেদ, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক মেম্বার মতিউর রহমান, আব্দুস ছালাম, পরেশ মিয়া, আমান উল্লাহ, সাদেকুর রহমান, এশু মিয়া, সাঈদুর রহমান সরকার, ইব্রাহিম মিয়া ও শামীম আহম্মেদ প্রমুখ।