মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মো. সালাহ্ উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় গতকাল মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, থানার কর্মরত এসআই/খাজা মো.মাঈন উদ্দিন, এসআই/মো.মামুনুর রশিদ, এসআই/মো. সোহরাব হোসেন, এএসআই /নুরুল্লাহ, এএসআই /গোলাম সামদানী সহ তাহাদের সঙ্গীয় ফোর্স কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে বাঞ্ছারামপুর থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী ১। মো: সোহাগ মিয়া প্রঃ সোহাগ মেম্বার(৩২), পিতামৃত মতিউর রহমান, সাং-বিষ্ণুরামপুর, ২! মোঃ মিন্টু মিয়া (৩৫), পিতা-মোঃ পরো মিয়া, সাং-বিষ্ণুরামপুর, উভয়থানা-বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন বিষ্ণুরামপুর হারিছুলের দোকানের সামনে থেকেএবং মোঃ ফারুক (২৪), পিতা -হাসান অালী, সাং-পাহাড়িয়া কান্দি, মধুপুর ইটখোলা,জ থানা- বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকেজ পাহাড়িয়াকান্দি কে.বি.সি ইট বাটার সামনে হইতেজ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় সু-কৌশলে ধরা হয়। আসামীদের কাছ থেকে সর্বোমোট ২৭২ (দুইশত বাহাত্তর)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার অনুমান মূল্য ৮১,৬০০/-টাকা। আসামীদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানার মামলা নং-০৫, তাং-০৮/০৬/১৯ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এবং বাঞ্ছারামপুর থানার মামলা নং-০৬, তাং-০৯/০৬/১৯ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)
রুজু হয়েছে। এবং আসামীদেরকে আদালতে প্রেরণ করা হইয়াছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদক মুক্ত সমাজ নির্মাণে বাঞ্ছারামপুর থানার সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা একান্ত কাম্য।