মো.নাছির উদ্দিন বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যোগে মো.মজিবুর রহমান এর নেতৃত্বে ফায়ার ফাইটার্দের সমন্নয়ে অগ্নি নির্বাপণ গণ সংযোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বাজার হাই স্কুল মাঠে
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.সফিকুল ইসলাম,শাকের মাহমুদ,জাহাঙ্গীর আলম,দ্বীন ইসলাম,খোকন মিয়া,লোকমান হোসেনসহ উজানচর বাজার ব্যবসায়ীদেরকে আগুন নিভানোর প্রশিক্ষণ দেন,কোথাও আগুন লাগলে কি ভাবে নিভাতে হয় তা শিখিয়ে দেন এবং কোথাও কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত এই নাম্বারে ০১৭৮৬৩৫০০৮৫ কল করে জানাতে বলা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ এন্টারপ্রাইজ এর মালিক মো.সেলিম মিয়া,মেসার্স নাছির এলপি গ্যাস এন্ড গিফট কর্ণারের মালিক মো.নাছির উদ্দিন,চয়নিকা বস্ত্র বিতান এর মালিক মো.ইকবাল দর্জি, ইলেকট্রিক মেস্তরী মো.ইব্রাহীমসহ বাজার ব্যবসায়ী দোকানদার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দোকান কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।