মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -ব্রাহ্মণবাড়িয়া -প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের সহধর্মিনী ও বাঞ্ছারামপুর উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসু ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উজানচর ইউ পি চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া,সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা,উজানচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া ও যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
পরে জামে মসজিদের ইমাম দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। দোয়া শেষে প্রধান অতিথি মিসেস হাসু ইসলাম তবারুক বিতরণ করেন ।