মো.নাছির উদ্দিন বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নজরুল ইসলামের বরাদ্ধকৃত নৌকা প্রতিক বাতিল করে তৃণমূল আওয়ামীলীগের কাউন্সিলে বিজয়ী স্বপনকে নৌকা প্রতিক বরাদ্ধ দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চরছয়ানি গ্রামের তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকাল ৪ ঘটিকার সময় চরছয়ানি গ্রামের ঢাকা-বাঞ্ছারামপুর মহা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এবং গত তিনদিন ধরে একটানা চরছয়ানি গ্রামে তাদের বিক্ষোভ মিছিল সমাবেশ চলছে।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানাযায় গত ১০শে মে স্হানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের উপস্হিতিতে উপজেলা সদরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের তৃণমূলের ভোটে প্রথম হন আইয়ূবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন, দ্বিতীয় হন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,তৃতীয় হন উপজেলা যুবলীগ নেতা শিপন মিয়া।
গত শুক্রবার মনোনয়ন বোর্ড তৃণমূলের ভোটে দ্বিতীয় হওয়া নজরুল ইসলামকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দিলে তারই প্রতিবাদে তৃণমূলের কাউন্সিলের নেতাকর্মীরা টানা গত কয়েকদিন যাবৎ সভা সমাবেশ বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে।
আইয়ূবপুর ইউনিয়ন চরছয়ানি গ্রামের তৃণমূলের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইয়ূবপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবী চেয়ারম্যান নজরুল ইসলামের বরাদ্ধকৃত নৌকা প্রতিক বাতিল করে তৃণমূলের দাবী পূর্নবিবেচনা করে কাউন্সিলে বিজয়ী প্রার্থী সাহিদুর রহমান স্বপনকে দলীয় নৌকা প্রতিক বরাদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ বিষয় মনোনয়ন বঞ্চিত ও আইয়ূবপুর ইউনিয়ন যুবলীগেরলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন বলেন, স্থানীয় সংসদ সদস্য গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করেছেন। ভোটে আমি প্রথম হয়েছি। উপজেলা আওয়ামীলীগ তিনজনের নাম আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। জেলা থেকে আমার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু আমি মনোনয়ন পাইনি।
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম মুঠোফোনে বলেন আমরা কেন্দ্রে তিনজনের নাম পাঠিয়েছি,নৌকা প্রতিক দেওয়ার মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নজরুল ইসলামকে নৌকা প্রতিক বরাদ্ধ দিয়াছে,এর বেশী আমার কিছু বলার নেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সাহিদুর রহমান স্বপন, আইয়ূবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সওদাগর ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবদুর রহিম মেম্বার,ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলালীগসহ নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।