মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে উপজেলার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল কর্মকর্তা,আইন-শৃঙ্খলা বাহিনী, সুশিল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সংবাদিক,ইমাম,শিক্ষক ও বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগনের সমন্বয়ে সামাজিক -সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে সামাজিক -সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি, বাঞ্ছারামপুরে তালিকা অনুযায়ী ৪২টি পূজা মন্ডপ তিনি প্রতিটি পূজা মন্ডপে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন, সরকারি অনুদান ৪ লাখ ২০ হাজার টাকা ও নিজস্ব তহবিল থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মোট সাড়ে দশ লাখ টাকা অনুদান দিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম,পুলিশ সুপার মো.আনিসুর রহমান।
উক্ত সমাবেশে বক্তারা বলেন বাঞ্ছারামপুরে সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সবার আন্তরিক সহায়তা কামনা করা হয়, পাশাপাশি কেউ সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক সাংবাদিকগন যার যার অবস্থান থেকে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী আতিকুর রহমানের সঞ্চালনায় আরোও উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়া,পৌর মেয়র তফাজ্বল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম শহিদুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, দরিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা সফিকুল ইসলাম স্বপন, ছলিমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহমেদ, ফরদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিন মিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.নাছির উদ্দিন নাসিম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু,মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন সরকার, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি জামাল হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের মো.হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামূয়েল আহমেদ, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাসুদ প্রমূখ।
জানা গেছে, এ বছর বাঞ্ছারামপুর উপজেলায় ৪২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।